Mekha Dasgupta wedding: বধূবেশে মেখলা, বাঁধা পড়লেন সাতপাকে

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেখলা দাশগুপ্ত। বাংলা সঙ্গীত জগতে এক নবীন প্রতিভা হিসাবে এই মুহূর্তে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মেখলা। বালুরঘাটের মেয়ে হলেও মেখলার বিয়ে হল কলকাতা থেকে। রিজেন্ট পার্কে একটি বিলাসবহুল ভিলায় বুধবার সন্ধ্যায় বসেছিল বিয়ের আসর।
 

Share this Video

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেখলা দাশগুপ্ত। বাংলা সঙ্গীত জগতে এক নবীন প্রতিভা হিসাবে এই মুহূর্তে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন মেখলা। বালুরঘাটের মেয়ে হলেও মেখলার বিয়ে হল কলকাতা থেকে। রিজেন্ট পার্কে একটি বিলাসবহুল ভিলায় বুধবার সন্ধ্যায় বসেছিল বিয়ের আসর। যতদূর জানা গিয়েছে পাত্র অর্ক-এর বাড়ি শিলিগুড়ি। বেশ কয়েক বছর ধরেই নাকি সম্পর্কে ছিলেন মেখলা ও অর্ক। অবেশেষে মধুরেণ সমপায়েৎ। চার হাতের মিলন ঘটল এই অঘ্রাণের সন্ধ্যায়। দিন কয়েক ধরেই হবু বউ-এর বেশে ছবি ঘোরাফেরা করছিল সোশ্যাল মিডিয়ায়। মঙ্গলবারও বিয়ে বাড়ি থেকে বেশকিছু ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন মেখলা। বুধবার সন্ধ্যায় মেখলা ও অর্ক-র চারহাতের এক্সক্লুসিভ ছবি পৌঁছায় এশিয়ানেট নিউজ বাংলার হাতে। বিয়ে বাড়ির মূল দরজায় তখন জ্বলজ্বল করছে ওয়েডিং বোর্ড। যেখানে স্পষ্ট করে লেখা রয়েছে মেখলা ওয়েডস অর্ক। এরপর ভিতরে ঢুকতেই এক্কেবারে বধূবেশে মেখলা। নিজেই জানালেন প্রায় দেড় ঘণ্টা লেগেছে তাঁর এই সাজে। অতিমারির জন্য নিমন্ত্রণের তালিকাটা ছোট রাখা হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যে বিয়ের অনুষ্ঠানকে নিরাপদ রাখতে নেওয়া-ও হয়েছে অতিরিক্ত সতর্কতা। বছর কয়েক আগে জি বাংলা-র রিয়্যালিটি শো সারেগামাপা-এর মাধ্যমে রাতারাতি তারকা তকমা পেয়ে যান মেখলা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মেয়ে মেখলার গানের গলা মুগ্ধ করে সকলকে। জি বাংলা সারেগামাপা-এর অনুষ্ঠানের পরও মেখলার জনপ্রিয়তা উত্তোরত্তর বৃদ্ধি পেয়েছে। মেখলা তাঁর অসামান্য সঙ্গীত জীবনের সঙ্গে সঙ্গে এদিন প্রবেশ করলেন জীবনের আরও এক নতুন অধ্যায়ে। মেখলা ও অর্ক-র সংসার আরও সেজে উঠুক নিত্যনতুন আনন্দে। বিয়ের দিনে এমনই শুভেচ্ছা জানাচ্ছে এশিয়ানেট নিউজ বাংলা।

Related Video