Asianet News BanglaAsianet News Bangla

স্টাইল কুইন সোনমের ব়্যাম্পে কামাল, দেখুন ভিডিও

Oct 19, 2019, 3:42 PM IST

বলিউডের স্টাইল আইকনদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। অভিনয় ক্ষেত্রে তেমন নাম করতে না পারলেও সোনমের ফ্যাশন সেন্সের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের তাবড় তাবড় স্টাশল বিশেষজ্ঞরা। সেই সোনমই মুম্বইয়ের একটি ফ্যাশন শোয়ে ছড়ালেন দ্যুতি। ভিনটেজ লুকে দর্শকদের মন কেড়ে নেন সাওয়ারিয়া গার্ল। অতীত দিনের ফ্যাশন ডিজাইনারদের শ্রদ্ধা জানাতে সাদা-কালো পোশাকে ব়্যাম্প মাতালেন সোনম। স্টাইল সেন্সে আগুন ঝড়ালেও  অভিনেত্রী মেকআপ করেছিলেন সামান্যই। তাতেই অবশ্য চোখ ফেড়ানো যাচ্ছিল না আনন্দ আহুজার ঘরণীর থেকে।

Video Top Stories