ধর্ষণ রোধে প্রতিবাদের গান বাঁধলেন তসরিফ খান, শুনে নিন কি সেই গান
- 'ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি' গান ধরলেন তাসরিফ খান
- গানের কথায় উঠে এল প্রতিবাদের উল্টো সুর
- হাথরস কান্ডের মাঝেই এমন গান ভাইরাল এখন নেট দুনিয়ায়
- তাসরিফ খান গলায় শুনে নিন কি সেই গান
সম্প্রতি হাথরসে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে কেঁপে উঠেছে যেন গোটা দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে মানুষ। তবে এই ঘটনা নতুন কিছুই নয়। প্রতিদিন প্রতি মুহূর্তে ধর্ষণ হচ্ছেন এক জন নারী। কামদুনি থেকে দিল্লি আর এবার হাথরস একের পর এক এমন ঘটনার সক্ষী হচ্ছে এই দেশ। এবার সেই নিয়েই গান বাঁধলেন তসরিফ খান। গানে অবশ্য প্রতিবাদের সুরটা ছিল উল্টো, গানে বলা হয়েছে 'ধর্ষণ রোধে নারীদের দাও ফাঁসি' শুধু তাই নয় মেয়েদের পোশাক-আশাক নিয়েও বলা হয়েছে নানান কথা। কারণটা অবশ্য একজন নারী ধর্ষণ হলে দোষটা ধর্ষকের থেকে বেশি সেই মেয়েটারই হয়। পোশাক থেকে শুরু রাতে বাইরে যাওয়া, সব নিয়েই কথা শুনতে হয় সেই মেয়েটাকেই। আর সেই কথা গুলোকেই প্রতিবাদের সুরে তুলে ধরেছেন তসরিফ। হাথরসের ঘটনার পরেই এমন গান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই প্রতিবাদের সুর যেন মনের কথা বলে দিয়েছে অনেক নারীদেরই।