Asianet News BanglaAsianet News Bangla

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বালাসুব্রমণিয়াম -এর শেষ ভিডিও, এক নজরে দেখে নিন করোনা নিয়ে কি বলেছিলেন তিনি

Sep 25, 2020, 2:50 PM IST


'ডু নট কল মি টু বোদার, আই অ্যাম ফাইন, উইল বি ফাইন', জানিয়েছিলেন শেষ ভিডিওতে। তবুও শেষ রক্ষা হয়নি। চলেগেলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী বালাসুব্রমণিয়াম। ৫ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েই ভিডিও বার্তা এসপি-র। কোভিড নিয়ে বার্তা দিয়েছিলেন এসপি বালাসুব্রমনিয়াম। ভিডিওতে জানান, তিনি খুব একটা অসুস্থ বোধ করছেন না। তবে তাঁর ঠান্ডা লাগা ও জ্বরের কথাও তিনি জানিয়েছিলেন। এও জানিয়েছিলেন একজন গায়কের জন্য এটা অস্বস্তিকর। তিনি যে কোভিড পজিটিভ সে কথা জানিয়েছিলেন। এর চিকিৎসা করাতেই হাসপাতালে ভর্তি হওয়া। সে কথা ভিডিও বার্তায় জানিয়েছিলেন এসপি। সুস্থ হয়ে আর বাড়ি ফিরে যেতে পারলেন তিনি। পরে অবশ্য কোভিড রিপোর্ট তাঁর নেগেটিভ আসে। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। তিনি চলে গেলেন তবে থেকে গেল তাঁর করা এই শেষ ভিডিও বার্তা।

Video Top Stories