শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি

দীর্ঘ ২ বছর পর শেষ হতে চলেছে 'যমুনা ঢাকি' ধারাবাহিক। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল 'যমুনা ঢাকি'। সকলের মনে জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক। আজ সম্পূর্ণ হল 'যমুনা ঢাকি'র শেষ এপিসোডের শুটিং। সকল কলাকুশলীদের মন খারাপ আজ। অবশয়ই 'যমুনা ঢাকি'র ও খুব মন খারাপ। সকলেই নিজের নিজের অভিজ্ঞতার কথা জানাল। দরিদ্র ঢাকি পরিবারের মেয়ে কিভাবে রায় পরিবারের চোখের মনি হয়ে উঠল তা আপনাদের কারোরই অজানা নয়। নানা সময়ে গল্পে এসেছে নানা মোড়, ভালোবাসা এবং চুলচেরা বিচার নিয়ে চলেছে যমুনা ঢাকি। 

Share this Video

এই গোটা পথে ছিল নানান উত্থানপতন, কখনো এই ধারাবাহিক হয়েছে ট্রোলিং এর শিকার। সব মিলিয়ে সাফল্যের সাথে চলেছে যমুনার যাত্রাপথ । তবে সব শুরুই একটা শেষ থাকে আর তাই এবার শেষের পথে যমুনা ঢাকি । চোখের জলে শেষদিনের শুটিং সারলেন যমুনা ঢাকি। এটা যেন হয়ে উঠেছিল সকলেরই দ্বিতীয় পরিবার। শেষবারের মতো পরিবারকে বিদায় জানাতে চোখে জল সকলেরই। 

Related Video