Asianet News BanglaAsianet News Bangla

শর্ট ড্রেসে নাচে মত্ত দর্শনা, নাচের ভঙ্গিতে আর চোখের ইশারায় জানালেন মনের কথা

 

  • পরনে সর্ট ড্রেস, এলো চুল
  • ফের নাচে মত্ত টলি সুন্দরী দর্শনা
  • গানের সঙ্গে তাল মিলিয়েই চলছে তাঁর নাচ
     
Jan 15, 2021, 3:02 PM IST

পরনে গোলাপি শর্ট ড্রেস, ফের প্রকাশ্যে এল দর্শনার নাচের ভিডিও। ইতিমধ্যেই এই টলি সুন্দরী রূপ ও গুণে নজর কেড়েছে সকলের। তাঁর রূপের জাদুতে মজেছেন এখন অনেকেই। এবার সেই দর্শনাই আরও একবার তাঁর নিজের নাচের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। 'মে তো রাস্তে সে যা ব়্যাহিথি' সেই বিখ্যাত গানের সঙ্গেই নাচতে দেখা গেল তাঁকে। গানের তালে তালে নাচতে দেখা গেল তাঁকে। অসাধারণ নাচের কায়দায় ফের ভাইরাল টলি সুন্দরীর ভিডিও।

 

Video Top Stories