পরনে শর্ট ড্রেস, চা বাগানে কী করছেন টলি সুন্দরী দর্শনা, দেখে নিন

পাহাড়ের চা বাগানে এবার দেখা গেল টলি সুন্দরী দর্শনা বণিককে। চা বাগানে চা তুলতে ব্যস্ত অভিনেত্রী। দর্শনার সঙ্গে চা তুলতে ব্যস্ত আরও অনেকেই। এক সঙ্গে মিলেই চা তুলতে দেখা গেল সকলকে। না সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে দর্শনা জানালেন টিম ওয়ার্ক করচেন তিনি। পরনে অবশ্য পাহাড়ি মেয়েদের পোশাক নয় বরং শর্ট মাল্টি কালার ড্রেসে দেখা গেল তাঁকে।

| Updated : Sep 14 2021, 03:03 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পাহাড়ের চা বাগানে এবার দেখা গেল টলি সুন্দরী দর্শনা বণিককে। চা বাগানে চা তুলতে ব্যস্ত অভিনেত্রী। দর্শনার সঙ্গে চা তুলতে ব্যস্ত আরও অনেকেই। এক সঙ্গে মিলেই চা তুলতে দেখা গেল সকলকে। না সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে দর্শনা জানালেন টিম ওয়ার্ক করচেন তিনি। পরনে অবশ্য পাহাড়ি মেয়েদের পোশাক নয় বরং শর্ট মাল্টি কালার ড্রেসে দেখা গেল তাঁকে।

Related Video