Asianet News BanglaAsianet News Bangla

একি হল মিমির, মরুভূমির ধুধু প্রান্তরে বালি উড়িয়ে হেটে চলেছেন টলি সুন্দরী

  • চারপাশ বালিতে ঘেরা
  • তার মাঝ খান দিয়েই হেটে চলেছেন টলি সুন্দরী 
  • সেখানে গিয়ে বেজায় আনন্দে অভিনেত্রী মিমি 
  • সেখানে তাঁর সঙ্গি হয়েছে একটি পাখি 
     
Jan 15, 2021, 10:10 AM IST

চলচ্চিত্রে আপাতত দেখা যাচ্ছে না টলি সুন্দরী মিমি চক্রবর্তীকে। অভিনয় ছেড়ে গানে মন দিয়েছেন তিনি এখন। একার পর এক গান মুক্তি পাচ্ছে তাঁর, যা ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের। এবার এই অভিনেত্রীকেই দেখা গেল মরুভূমির ধুধু প্রান্তরে। চারপাশ তাঁর বালিতে ঘেরা। তার মাঝ খান দিয়েই হেটে চলেছেন টলি সুন্দরী। দুবাইয়ের মরুভূমিতে গিয়ে গিয়ে অবশ্য বেজায় আনন্দে অভিনেত্রী মিমি। সেখানে তাঁকে সঙ্গ দিচ্ছে একটি পাখি। তবে এই সবই তাঁর ব্লগের শুটিংয়ের জন্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁর একটি ব্লগ। আর সেই ব্লগেই মিমিকে দেখা গিয়েছে সেখানে।  
 

Video Top Stories