Asianet News BanglaAsianet News Bangla

ন'মাসের চাঙ্কু বেবিকে কোলে নিয়ে ঐন্দ্রিলা, হবহু করছে তারই নকল

  • সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছেন ঐন্দ্রিলা
  • তাঁর সঙ্গে রয়েছেন অঙ্কুশও
  • সেখানেই সময় কাটছে এখন তাঁর
  • তবে সেখানেই গিয়েই এক কান্ড ঘটালেন অভিনেত্রী
  • কোলে তুলে নিলেন চাঙ্কু বেবি -কে
  • কে এই চাঙ্কু বেবি, দেখে নিন
Jan 1, 2021, 3:56 PM IST

সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছেন ঐন্দ্রিলা। তাঁর সঙ্গে রয়েছেন অঙ্কুশও। দু'জনে মিলে ঘুরে বেড়চ্ছেন পাহাড়ে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে তাঁদের সেই ছবি। সেখানেই সময় কাটচ্ছেন তাঁরা। তবে সেখানেই গিয়েই এক কান্ড ঘটালেন অভিনেত্রী। কোলে তুলে নিলেন চাঙ্কু বেবি -কে। এই চাঙ্কু বেবি আসলে একটি খরগোশ। মাত্র নয় মাস বয়স এই খরগোশটির, অবশ্য তা দেখে বোঝার জো নেই। ইন্দ্রিলার কোলে বসেই খেতে ব্যস্ত অভিনেত্রীর আদরের চাঙ্কু বেবি। আর হবহু তারই নকল করতে দেখা গেল অভিনেত্রীকে।