Asianet News BanglaAsianet News Bangla

উন্মাদের মতো গানের সঙ্গে নাচ, মেতে উঠলেন অনিক, ঐন্দ্রিলা-অঙ্কুশরা

  • বাড়িতে চলছে হাউজ পার্টি
  • নাচে-গানে মাতলেন অনিক থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলা
  • সঙ্গে ছিলেন অনিকের স্ত্রী ও ঐন্দ্রিলাও
  • এছাড়াও সেখানে ছিলেন আরও অনেকেই 
  • সবাই মিলে চুটিয়ে করলেন আনন্দ
Jan 25, 2021, 8:36 PM IST

বাড়িতে চলছে হাউজ পার্টি। নাচে-গানে মাতলেন অনিক থেকে অঙ্কুশ। সঙ্গে ছিলেন অনিকের স্ত্রী ও ঐন্দ্রিলাও। এছাড়াও সেখানে ছিলেন আরও অনেকেই। সবাই মিলে চুটিয়ে করলেন আনন্দ। উন্মাদের মত নাচতে দেখা গেল সবাইকে। গানের সঙ্গেও গলা মেলালেন অঙ্কুশ-অনিক। মাইক হাতে বাদ গেলেননা ঐন্দ্রিলাও। প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ছবি 'ম্যাজিক'। সেই ছবি মুক্তির আনন্দেই মেতেছেন তাঁরা।

Video Top Stories