এ কী হল কোয়েলের, বাঁদরকে কোলে নিলেন অভিনেত্রী
এ যেন এক অন্য কোয়েল। পশু প্রেমী কোয়েল মল্লিক ধরা দিলেন এবার ক্যামেরায়। বাঁদরকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেল টলি অভিনেত্রী কোয়েল মল্লিককে। নিজের হাতে খাওয়াচ্ছেন সেই বাঁদরটিকে। কখনও আবার আদর করছেন পাখিকে। সোশ্যাল মিডিয়ায় কোয়েল শেয়ার করলেন এই ভিডিও। ভিডিও শেয়ার করতেই কোয়েলের এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভিডিওটি পোস্ট করে কোয়েল জানিয়েছেন ২০১৮ সালে বালিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি হয় এই মুহূর্তটি।
এ যেন এক অন্য কোয়েল। পশু প্রেমী কোয়েল মল্লিক ধরা দিলেন এবার ক্যামেরায়। বাঁদরকে কোলে নিয়ে বসে থাকতে দেখা গেল টলি অভিনেত্রী কোয়েল মল্লিককে। নিজের হাতে খাওয়াচ্ছেন সেই বাঁদরটিকে। কখনও আবার আদর করছেন পাখিকে। সোশ্যাল মিডিয়ায় কোয়েল শেয়ার করলেন এই ভিডিও। ভিডিও শেয়ার করতেই কোয়েলের এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভিডিওটি পোস্ট করে কোয়েল জানিয়েছেন ২০১৮ সালে বালিতে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি হয় এই মুহূর্তটি।