Asianet News BanglaAsianet News Bangla

করোনা আবহে মাস্ক খুলে ছুঁড়ে ফেললেন দর্শনা, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল

  • করোনা আবহে মাস্ক খুলে ছুঁড়ে ফেললেন দর্শনা
  • স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাস্ক খুলে
  • ভিডিও করে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
  • ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও 
May 7, 2021, 1:16 PM IST

করোনা আবহে মাস্ক খুলে ছুঁড়ে ফেললেন দর্শনা। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মাস্ক খুলে। হাওয়ায় যেন ভাসতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও করে শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই সবটাই করেছেন মানুষদের সচতেন করতেই। মাস্ক খোলার কারণেই মানুষরা আজ বিপদে। তাই মানুষদের সচেতন করে তুলতেই তাঁর এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ভিডিও তুলে ধরলেন সবার সামনে আর দিলেন সতর্ক বার্তা।