Asianet News Bangla

বাইকের পর এবার গাড়ির স্টিয়ারিং ধরল রাজশ্রী পুত্র ছোট্ট ইউভান

Jun 25, 2021, 9:35 AM IST

নেট দুনিয়ায় এখন রীতিমত পপুলার রাজশ্রী পুত্র ইউভান। মা-বাবার মতো এখন সেও একজন খুদে তারকা। সোশ্যাল মিডিয়ায় তার যেকোনও পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনা। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল তার আরও একটি নতুন ভিডিও। এর আগে ইউভানকে বাইকে দেখা গিয়েছে। এবার তাকে দেখা গেল হাতে স্টিয়ারিং, গাড়ি চালানোর আপ্রাণ চেষ্টা চলছে তার। সঙ্গে অবশ্য ছিল তার বাবা রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ছেলের ভিডিও পোস্ট করলেন রাজ। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমত ঝড় তুলেছে নেট দুনিয়ায়।