ভাপা ইলিশ থেকে দই ইলিশ, মুর্শিদাবাদে শুরু হল 'ইলিশ পার্বণ'

বর্ষাকাল মানেই বাঙালির পাতে ইলিশ মাস্ট। ইলিশ নিয়েই মুর্শিদাবাদে শুরু হল 'ইলিশ পার্বণ'। বহরমপুরের একটি অভিজাত হোটেলে থাকছে এলাহি আয়োজন। ভাপা ইলিশ থেকে দই ইলিশ, থাকছে ইলিশের নানান পদ। শুক্রবার সন্ধ্যায় আলো ঝলমলে পরিবেশের মধ্যে মেতে ওঠে ভোজন প্রিয় বাঙালিরা। আগামী বেশ কয়েকদিনের জন্য থাকছে এই আয়োজন। ৯৯৯ টাকার বিনিময়ে অনলাইনে বুকিং এর মাধ্যমে খাদ্য রসিকরা এই ইলিশ পার্বণে অংশগ্রহণ করতে পারবেন বলে সংবাদমাধ্যমকে জানান হোটেলের কর্ণধার পারভিন চন্দ্র। 

/ Updated: Aug 21 2021, 03:59 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বর্ষাকাল মানেই বাঙালির পাতে ইলিশ মাস্ট। ইলিশ নিয়েই মুর্শিদাবাদে শুরু হল 'ইলিশ পার্বণ'। বহরমপুরের একটি অভিজাত হোটেলে থাকছে এলাহি আয়োজন। ভাপা ইলিশ থেকে দই ইলিশ, থাকছে ইলিশের নানান পদ। শুক্রবার সন্ধ্যায় আলো ঝলমলে পরিবেশের মধ্যে মেতে ওঠে ভোজন প্রিয় বাঙালিরা। আগামী বেশ কয়েকদিনের জন্য থাকছে এই আয়োজন। ৯৯৯ টাকার বিনিময়ে অনলাইনে বুকিং এর মাধ্যমে খাদ্য রসিকেরা এই ইলিশ পার্বণে অংশগ্রহণ করতে পারবেন বলে সংবাদমাধ্যমকে জানান হোটেলের কর্ণধার পারভিন চন্দ্র।