গোপালের জন্মদিন জন্মষ্টমীতে গোপালের ভোগে অবশ্যই রাখুন এই ৬ খাবার

গোপাল যে ননী খেতে কতটা ভালোবাসত তা সবারই জানা। গোপালের ভোগে তাই মাখন মিছরি দিতেই হবে। গোপালের প্রিয় খাবারগুলোর মধ্যে মালপোয়া অন্যতম। জন্মাষ্টমীর প্রসাদে তাই অবশ্যই রাখতে হবে মালপোয়া। শুধু ননী নয় গোপালের ক্ষীর খাওয়ার গল্পও শোনা যায়। গোপালের জন্মদিন জন্মাষ্টমীর ভোগে তাই ক্ষীর বা পায়েস রাখুন। গোপালের নাড়ু গোপাল নামটা সবারই জানা। গোপাল নাড়ু খেতেও ভালোবাসতেন তাই গোপালের ভোগে রাখুন নাড়ু। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ। গোপালের ভোগে তাই অবশ্যই রাখতে হবে তালের বড়া। মোহন ভোগ গোপালের খুব প্রিয় বলে মনে করা হয়। এই ভোগ তাই না দিলে মনে করা হয় জন্মাষ্টমী অসম্পূর্ণ থাকে।

/ Updated: Aug 26 2021, 02:20 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গোপাল যে ননী খেতে কতটা ভালোবাসত তা সবারই জানা। গোপালের ভোগে তাই মাখন মিছরি দিতেই হবে। গোপালের প্রিয় খাবারগুলোর মধ্যে মালপোয়া অন্যতম। জন্মাষ্টমীর প্রসাদে তাই অবশ্যই রাখতে হবে মালপোয়া। শুধু ননী নয় গোপালের ক্ষীর খাওয়ার গল্পও শোনা যায়। গোপালের জন্মদিন জন্মাষ্টমীর ভোগে তাই ক্ষীর বা পায়েস রাখুন। গোপালের নাড়ু গোপাল নামটা সবারই জানা। গোপাল নাড়ু খেতেও ভালোবাসতেন তাই গোপালের ভোগে রাখুন নাড়ু। তালের বড়া ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ। গোপালের ভোগে তাই অবশ্যই রাখতে হবে তালের বড়া। মোহন ভোগ গোপালের খুব প্রিয় বলে মনে করা হয়। এই ভোগ তাই না দিলে মনে করা হয় জন্মাষ্টমী অসম্পূর্ণ থাকে।