আইএসএল- আই লিগ দ্বন্দ্বে কৈলাসের দ্বারস্থ দুই প্রধান, ময়দানেও গেরুয়া রাজনীতি, দেখুন ভিডিও

  • কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে সাক্ষাৎ ইস্ট- মোহন কর্তাদের
  • লিগ জট কাটাতে হস্তক্ষেপের অনুরোধ
  • সহযোগিতার আশ্বাস দিলেন বিজেপি নেতা

/ Updated: Jul 12 2019, 03:41 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আইএসএলকে দেশের সেরা লিগ ঘোষণা করার বিরুদ্ধে এবার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দ্বারস্থ হলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কর্তারা। এ দিন কলকাতার একটি হোটেলে গিয়ে বিজেপি নেতার সামনে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন দুই প্রধানের কর্তারা। বিজেপি নেতাকে তাঁরা বোঝান, শতাব্দী প্রাচীণ দুই ক্লাবের সঙ্গে লক্ষ লক্ষ ফুটবল সমর্থকের আবেগ জড়িয়ে। অথচ ফেডারেশনের সিদ্ধান্তে কলকাতার দুই প্রধানকে দ্বিতীয় সারির লিগে খেলতে হবে। কারণ আইএসএল-কে দেশের সেরা লিগ ঘোষণা করে আই লিগকে দ্বিতীয় সারির লিগ করার পথেই এগোচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর এবছরও আই লিগেই খেলছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। 

মূলত দুই প্রধানে খেলা প্রাক্তন গোলরক্ষক এবং বিজেপি নেতা কল্যাণ চৌবের মধ্যস্থতাতেই এ দিন বিজেপি নেতার কাছে যান ইস্ট- মোহন কর্তারা। গত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে বিজেপি-র প্রার্থী হলেও পরাজিত হন কল্যাণ চৌবে। কলকাতা ফুটবলের মক্কা বলে জানলেও দুই লিগ নিয়ে জটিলতার কথা জানতেন না বিজেপি নেতা। তবে এ দিনের বৈঠকের পরে দুই প্রধানের সমস্যা সমাধানে তিনি উদ্যোগী হবেন বলেই নাকি প্রতিশ্রুতি দিয়েছেন কৈলাস। কয়েকদিন আগেই এই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিল আই লিগের ক্লাব জোট। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দিল্লিতে সরব হন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। সবমিলিয়ে দুই প্রধানকে নিয়ে ফুটবল সমর্থকদের আবেগের কথা ভেবে এবার লিগ জটে রাজনীতির রংও লাগছে।