বাগানকে নতুন স্বপ্ন দেখাতে তিলোত্তমায় পা রাখলেন মেসির সঙ্গে খেলা স্ট্রাইকার, উচ্ছাসে মাতলেন ক্লাব সমর্থকরা

কলকাতায় এলেন মোহনবাগানের নতুন প্লেয়ার পাপা বাবাকার দিওয়ারা। সম্প্রতি ৩১ বছর বয়সী সেনেগালের ফুটবলার পাপাকে সই করিয়েছে বাগান। অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাব এডিলেড ইউনাইটেডের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। মেসির সঙ্গে লা লিগায়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই ফুটবলারের। 

Share this Video

কলকাতায় এলেন মোহনবাগানের নতুন প্লেয়ার পাপা বাবাকার দিওয়ারা। সম্প্রতি ৩১ বছর বয়সী সেনেগালের ফুটবলার পাপাকে সই করিয়েছে বাগান। অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্লাব এডিলেড ইউনাইটেডের হয়ে খেলেছেন এই স্ট্রাইকার। মেসির সঙ্গে লা লিগায়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই ফুটবলারের। তবে চোট আঘাতে ভুগছিলেন তিনি। আইলিগের জন্যই তাঁকে পাখির চোখ করে এবার দল সাজাতে চলেছে মোহনবাগান। তাঁর উপর যে সমর্থকদের অনেক আশা রয়েছে শহরে পা রেখেই তা ভালোই বুঝতে পেরেছেন পাপা। এদিন পাপা বাবাকার দিওয়ারা-কে বরণ করে নেন মোহনবাগান সমর্থকরা। 

Related Video