Viral wedding video: বিয়েতে কন্যাদানের বদলে হল রক্তদান, বাদ পড়ল কনকাঞ্জলিও
বিয়েতে কন্যাদান নয়, হল রক্তদান। এমনই এক অভিনব উদ্যোগ নিলেন খোদ কনে। নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা ইমন প্রামানিক। তাঁরই বিয়েতে এই অভিনব উদ্যোগ।
বিয়েতে কন্যাদান নয়, হল রক্তদান। এমনই এক অভিনব উদ্যোগ নিলেন খোদ কনে। নদীয়া জেলার শান্তিপুরের বাসিন্দা মিঠু প্রামানিক এবং সোমা প্রামানিকের একমাত্র কন্যা ইমন প্রামানিকের সাথে হাওড়া জেলার শিবপুরের ব্যেতাই তলার বাসিন্দা অমল বিশ্বাস এবং মিতালী বিশ্বাসের একমাত্র পুত্র অর্কিড বিশ্বাসের বিবাহ ছিল৷ আর বিয়ের অনুষ্ঠানে কন্যাদান বিষয়টি কিছুতেই মেনে নিতে পারতেন না ইমন প্রামানিক৷ তার মতে কন্যা কোন দানের বস্তু নয় , রক্ত-মাংস, মজ্জায় গড়া একজন মানুষ ৷ তাই বিয়ের অনুষ্ঠানে "কন্যাদান" না করে রক্তদানের ব্যবস্থা করা হয় সেখানে ৷ কনের মা সোমাদেবী জানান যে, তাঁর মাও কন্যাদানে বিশ্বাসী ছিলেন না তাই নিজের মেয়ের বিয়েতে কন্যাদান না করে রক্তদানের এই আয়োজন। বিয়েতে রক্তদান শিবির, একেবারে নতুন অভিজ্ঞতা হচ্ছে বলেই জানালেন কনের আত্মীয়। বিয়ের দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরাও। কনের এই উদ্যোগের প্রশাংসা করেছেন পুলিশ আধিকারিকরাও। তবে শুধু কন্যদানই নয় সেই সঙ্গেই "কনকাঞ্জলী"ও হয়নি এই বিয়েতে৷ সেই সঙ্গে বিয়েতে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সমাজের চোখেও এই বিয়ে যে নজির গড়ল তা বলাই বাহুল্য।