Asianet News BanglaAsianet News Bangla

ডেলিভারি বয়দের জন্য বিশেষ আয়োজন, কলকাতায় এক নামি রেস্তোরায় বসে খেলেন ডেলিভারি বয়রা

  • জোমাটো ডেলিভারি বয়দের জন্য বিশেষ আয়োজন
  • রেস্তোরায় বসে তাঁদের খাবার ব্যবস্থা
  • এমনটাই দেখা গেল কলকাতার এক নামি রেস্তোরায়
  • তাঁদের এই উদ্যোগে মুখে হসি ফুটল অনেকেরই
     
Apr 12, 2021, 3:38 PM IST

অনলাইনে খাবার অর্ডার করলেই এখন ঘরে বসেই মেলে সমস্ত হোটেল-রেস্তোরার খাবার। জোমাটো হোক বা সুইগি, তাদের জন্যই ঘরে বসে সহজেই মেলে খাবার। ঝড়-বৃষ্টি এমন গরমে যখন সবাই ঘর থেকে এক পা বেরোনোর আগেও দুবার ভাবে সেই সময়েই তারা খাবার নিয়ে হাজির হয় মানুষের দরজায় দরজায়। ভালো-মন্দ খাবার এনে তুলে দেয় আমাদের হাতে। তবে তারা খেয়েছে কি না সেদিকে কারোর ভ্রুক্ষেপ থাকে না বললেই চলে। এই সমস্ত ডেলিভারি বয়দের কথা ভেবেই সল্টলেকের একটি নামি রেস্তোরায় নেওয়া হয় এক বিশেষ উদ্যোগ। সমস্ত জোমাটো ডেলিভারি বয়দের সেখানে বসিয়ে খাওয়ান তারা। রেস্তোরার এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।

Video Top Stories