MA English Chaiwali- সরকারি চাকরি মেলেনি, এমএ পাশ টুকটুকির সব স্বপ্ন এখন ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ ঘিরে

টুকটুকির স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি (Government service)। সেই টুকটুকি এখন চালাচ্ছেন একটি চায়ের দোকান (Tea stall)। চায়ের দোকানের নাম ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ (MA English Chaiwali)। তাঁর দোকানের এই নাম এখন সমাজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার কৈপুকুরের বাসিন্দা টুকটুকি দাস। হাবড়া শ্রীচৈতন্য কলেজ থেকে ইংরেজিতে স্নাতক পাশ করে টুকটুকি। রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর হয়েছেন। এমএ পাশ করলেও অনেক চেষ্টার পরেও মেলেনি চাকরি। লড়াই তবে থামাননি টুকটুকি, শুরু হয় তাঁর ইউটিউব ঘাঁটা। ইউটিউব থেকেই চা বিক্রির মাথায় আসে টুকটুকির। ইউটিউবেই এক দিন খোঁজ পান মুম্বইয়ের এক চায়ের দোকানের। সেটিও তৈরি করেছেন উচ্চশিক্ষিত এক যুবক। ইংরেজিতে এমএ পাশ টুকটুকি চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেয়। একসময় মত না দিলেও এখন তাঁর মা বাবাও আছেন তাঁর পাশে। ৫ থেকে ৩৫ টাকার চা মিলবে ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ দোকানে। চায়ের সঙ্গে সন্ধ্যের দিকে মিলছে সিঙ্গারা বিক্রিও। ভবিষ্যতে এই ব্যবসাকেই এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন টুকটুকি।

/ Updated: Nov 04 2021, 02:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টুকটুকির স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি (Government service)। সেই টুকটুকি এখন চালাচ্ছেন একটি চায়ের দোকান (Tea stall)। চায়ের দোকানের নাম ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ (MA English Chaiwali)। তাঁর দোকানের এই নাম এখন সমাজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার কৈপুকুরের বাসিন্দা টুকটুকি দাস। হাবড়া শ্রীচৈতন্য কলেজ থেকে ইংরেজিতে স্নাতক পাশ করে টুকটুকি। রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর হয়েছেন। এমএ পাশ করলেও অনেক চেষ্টার পরেও মেলেনি চাকরি। লড়াই তবে থামাননি টুকটুকি, শুরু হয় তাঁর ইউটিউব ঘাঁটা। ইউটিউব থেকেই চা বিক্রির মাথায় আসে টুকটুকির। ইউটিউবেই এক দিন খোঁজ পান মুম্বইয়ের এক চায়ের দোকানের। সেটিও তৈরি করেছেন উচ্চশিক্ষিত এক যুবক। ইংরেজিতে এমএ পাশ টুকটুকি চায়ের দোকান খোলার সিদ্ধান্ত নেয়। একসময় মত না দিলেও এখন তাঁর মা বাবাও আছেন তাঁর পাশে। ৫ থেকে ৩৫ টাকার চা মিলবে ‘এমএ ইংলিশ চায়েওয়ালি’ দোকানে। চায়ের সঙ্গে সন্ধ্যের দিকে মিলছে সিঙ্গারা বিক্রিও। ভবিষ্যতে এই ব্যবসাকেই এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন টুকটুকি।