পদ্মশ্রী পাচ্ছেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর বালি-র সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বালির সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মনোনীত হয়েছেন তিনি। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর পদে রয়েছেন। এর আগেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। তাঁর এই প্রাপ্তিতে খুশি তাঁর পরিবার পরিজনরা।

/ Updated: Jan 30 2022, 09:00 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশের সর্বোচ্চ নাগরিক সন্মান পদ্মশ্রী। আর ২০২২ সালের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষিত হল পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের নাম। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বালির সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রখ্যাত বিজ্ঞানী তিনি। মেশিন ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞ হিসাবে ও কেন্দ্রীয় সংস্থার প্রথম মহিলা ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন প্রভূত সুনাম ও দক্ষতার সাথেই। পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন কম্পিউটার বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় । বিজ্ঞানী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের মেশিন ইন্টেলিজেন্সি ইউনিটে যোগদান করেন ১৯৯৯ সালে ওই সংস্থা থেকে পিএইচডি করার পরে। তার আগে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক হন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ খ্রিষ্টাব্দে কম্পিউটার বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ খ্রিষ্টাব্দে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার বিজ্ঞান বিভাগে মাস্টার ডিগ্রী পান। এরপর তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও ফেলোশিপ পেয়েছেন। তার মধ্যে অন্যতম ভাটনগর পুরস্কার, ইনফসিস পুরস্কার,ডিবিটি জাতীয় মহিলা বায়সায়েন্টিস্ট পুরস্কার, ইনআই সিলভার জুবিলী পুরস্কার। 

Read more Articles on