Panab Mukherjee: ‘নম্বর টু’ থেকে দেশের রাষ্ট্রপতি, চিনে নিন এক অজানা প্রণব মুখোপাধ্যায়কে

প্রণব মুখোপাধ্যায়, আজীবন পরিচিত ছিলেন ‘কংগ্রেস ম্যান’ হিসেবে। শেষ জীবনে হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও ইউপিএ জমানায় কখনও তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি। কেন তিনি পৌঁছতে পারেন নি ৭ নম্বর রেসকোর্স রোডে কিংবা কেন সারজীবনই থেকে গেছিলেন ‘নম্বর টু’।
 

/ Updated: Jan 12 2022, 08:40 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রণব মুখোপাধ্যায়, আজীবন পরিচিত ছিলেন ‘কংগ্রেস ম্যান’ হিসেবে। শেষ জীবনে হয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও ইউপিএ জমানায় কখনও তাঁকে প্রধানমন্ত্রী করা হয়নি। কেন তিনি পৌঁছতে পারেন নি ৭ নম্বর রেসকোর্স রোডে কিংবা কেন সারজীবনই থেকে গেছিলেন ‘নম্বর টু’। ২০১২ সালে দেশের ত্রয়োদশতম রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়। বিজেপি সমর্থিত পিএ সাংমাকে হারিয়ে তিনি রাষ্ট্রপতি পদে শপথ নেন। প্রশাসনিক সর্বোচ্চ পদের দায়িত্ব নিপুণভাবে সামলান প্রাক্তন অর্থমন্ত্রী। প্রণব। রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছরের কার্যকালে ৩৪টি প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন প্রণব মুখোপাধ্যায়। ১০ অগাস্ট  ২০২০, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রণব মুখোপাধ্যায়। আর সেই মাসেরই ৩১ অগাস্ট ৮৪ বছর বয়সে প্রয়াত হন ভারতীয় রাজনীতির চাণক্য। এক আশ্চর্য মুশকিল আসান মানুষ। একজন দক্ষ রাজনীতিবিদ, যিনি জীবনে  "সেকেন্ড-ইন-কমান্ড" থেকে হয়েছিলেন "ফার্স্ট সিটিজেন", প্রধানমন্ত্রী হওয়ার জায়গায় হয়ে গেছিলেন রাষ্ট্রপতি।