নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১০ উক্তি, যা আজও মানুষকে অনুপ্রাণিত করে

নেতাজির জন্মদিবস উদযাপন করছে গোটা দেশ। নেতাজির ১২৫ তম জন্মদিবস উদযাপন করছে এবার গোটা দেশ। নেতাজির আদর্শে আজও অনুপ্রাণীত দেশের মানুষ। তাঁর আদর্শ জাগিয়ে তোলে মানুষের সমাজ চেতনাকে।

/ Updated: Jan 23 2022, 09:00 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নেতাজির জন্মদিবস উদযাপন করছে গোটা দেশ। নেতাজির ১২৫ তম জন্মদিবস উদযাপন করছে এবার গোটা দেশ। নেতাজির আদর্শে আজও অনুপ্রাণীত দেশের মানুষ। তাঁর আদর্শ জাগিয়ে তোলে মানুষের সমাজ চেতনাকে। 'তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব', এই আদর্শেই বিশ্বাসী ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু। রক্তদিয়ে স্বাধীনতার জন্য লড়াই করা প্রয়োজন, এমনটাই মনে করতেন তিনি। তিনি বলেছিলেন 'দিল্লি চলো'। তিনি এও বলেছিলেন   'একটা আকাঙ্খাকে আজই আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। আর সেটা হল আত্মবলিদানের, যা ভারতকে বাঁচিয়ে রাখবে'। 'স্বাধীনতা কেও দেয় না তা ছিনিয়ে নিতে হয়', এই চিন্তা ধারায় তিনি বিশ্বাসী ছিলেন। তাঁর এই চিন্তা ধারার জন্য তাঁকে আজও মানুষ স্মরণ করে। দেশের মানুষের কাছে তিনি আজও অমর। তাঁর দেশভক্তি তাঁকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে। দেশের জন্য জন্য এই বীর বিপ্লবীর বলিদান চিরস্মরনীয়। আজও মানুষ স্মরণ করেন এই বীর সংগ্রামীকে। তাঁর কথা আজও মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলে।