পোল্যান্ড শেল্টার হোমে স্বেচ্ছাসেবক প্রবাসী ভারতীয়রা, আপ্লুত ভি কে সিং

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে এই মুহূর্তে পোল্যান্ডে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং। তিনি নিজে একটা সময় দেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন। যুদ্ধক্ষেত্রে এমন সব উদ্ধারকাজ তাঁর কাছে অপরিচিত নয়। তবে তাঁকে অবাক করেছে প্রবাসী ভারতীয়দের সহায়তা এবং স্বেচ্ছাশ্রমদান। 

/ Updated: Mar 06 2022, 04:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পোল্যান্ডে ইউক্রেন থেকে আসা শেল্টার হোমের তদারকিতে সাহায্য করছেন প্রবাসী ভারতীয়রা। এবং এদের সঙ্গে সঙ্গে বেশকিছু পোলিশও এসে সাহায্য করছেন। এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং-এর। তাই এশিয়ানেট নিউজ-এর মুখোমুখি হয়েই এদের সকলকে অভিভাবদন জানালেন ভি কে সিং। শেল্টার হোমের প্রতিটি প্রয়োজনীয় বিষয়ে নজর রাখা এবং এখানে আসা ভারতীয়দের সাহায্য করার কাজ করছেন এরা। এমনকী খাবার আনা, তা পরিবেশন করা, শেল্টারহোম পরিস্কার পরিচ্ছন্ন রাখা- সমস্ত কাজেই হাত লাগিয়েছেন প্রবাসী ভারতীয়দের এই স্বেচ্ছাসেবকদের দল। পোল্যান্ডে এমনভাবে প্রবাসী ভারতীয়দের সাহায্য মিলবে তা কল্পনাতেও আনতে পারেননি ভি কে সিং। নিজে একটা সময় দেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। সেখান থেকে আজ মন্ত্রীর পদে। এক প্রাক্তন সেনা কর্তা হিসাবে যুদ্ধ ক্ষেত্র এবং তাতে তৈরি হওয়া উদ্ভুত পরিস্থিতি, আর সর্বোপরি সেখানে আটকে থাকা সাধারণ মানুষের উদ্ধারকাজ- তাঁর কাছে অপরিচিত নয়। ভি কে সিং ভালো করেই জানেন যে এমন পরিস্থিতিতে কীভাবে কাজ করলে সমস্ত দেশবাসীকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব হতে পারে। আপাতত হাতের কাছে যে সব মানুষ রয়েছেন তাদের নিরাপদে দেশে ফেরত নিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভিকে।