চুলের যাবতীয় সমস্যা দূর হবে এই তিন তেলের গুণে, জেনে নিন কি কি করবেন
এক ঢাল লম্বা চুল কার না পছন্দ। সুন্দর চুল বদলে দিতে পারে আপনার পুরো লুক। চুল সুন্দর করতে প্রতি মুহূর্তে নানা রকম প্রোডাক্ট ব্যবহার করে থাকি আমরা। নির্দিষ্ট দিন অন্তর স্পা। সঠিক শ্যাম্পু ও কনডিশনারের ব্যবহার আরও কত কী। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় চুল সুন্দর হয় এমন নয়। তেমনই সব সময় স্পা ও অন্যান্য হেয়ার ট্রিটমেন্ট করানোর সময় মেলে না। এবার থেকে চুলের যত্ন নিতে মেনে চলুন বিশেষ টোটকা। শুধু তেলের গুণে চুল হবে সুন্দর। রইল তিনটি তেলের হদিশ। এর গুণে চুল হবে সুন্দর।
নির্দিষ্ট দিন অন্তর স্পা। সঠিক শ্যাম্পু ও কনডিশনারের ব্যবহার আরও কত কী। কিন্তু, এত কিছু সত্ত্বেও সব সময় চুল সুন্দর হয় এমন নয়। তেমনই সব সময় স্পা ও অন্যান্য হেয়ার ট্রিটমেন্ট করানোর সময় মেলে না। এবার থেকে চুলের যত্ন নিতে মেনে চলুন বিশেষ টোটকা। শুধু তেলের গুণে চুল হবে সুন্দর। রইল তিনটি তেলের হদিশ। এর গুণে চুল হবে সুন্দর। চুলের যত্ন নিতে ব্যবহার করুন নারকেল তেল। নারকেল তেলে আছে কার্হোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল।এই তেল চুলের বৃদ্ধির জন্য বেশ উপকারী। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড। যা চলের ফলিকল ভালো রাখে। সঙ্গে চুলের পুষ্টি জোগায়। চুলে যে কোনও ড্যামেজ থেকে মুক্তি পেতে কিংবা রুক্ষ্ম চুলের সমস্যা দূর করতে নারকেল তেলের প্যাক লাগাতে পারেন। যারা অনুজ্জল চুল ও চিল ভঙ্গুরের সমস্যায় ভুগছেন তারা ব্যবহার করুন এই প্যাক। নারকেল তেলের সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে প্যাক বানাতে পারেন। এতেও চুল ভালো থাকবে। নারকেল তেল গরম করতে পারেন। গ্যাসে তেল গরম করতে দিন। গরম হলে তাতে দিন জবা ফুল। ঠান্ডা করে ছেঁকে এই তেল লাগান। এতে বন্ধ হবে চুল পড়ার সমস্যা। তেমনই খুশকি দূর করতে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে লাগান। এতে চুল ভালো থাকবে।