একাকীত্ব দূর করতে ঘরে আনুন পোষ্য, এরাই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী

করোনার জেরে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। বাড়িতে বসে কাজের চাপে অনেকেই হাপিয়ে উঠেছেন। একাকীত্ব বা নিঃসঙ্গতা এমন একটি সমস্যা যা শারীর এবং মন দুইয়ের ওপরেই প্রভাব ফেলে। যা এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং লিংকন বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য বলছে এই সমস্যা থেকে মুক্তি পেতে বড় ভূমিকা রয়েছে পোষ্যর। যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারাও এই কথা স্বীকার করেছেন বারবার। একটি পোষ্য মানুষকে অনেক বেশি সঙ্গ দেয়। এই সব সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে একটি পোষ্য। একটি পোষ্য দূর করতে পারে একাকিত্ব। কুকুর, বেড়াল বা পাখি আনতেই পারেন বাড়িতে। এরাই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী। টলিউডের বহু তারকার বাড়িতেই রয়েছে পোষ্য। দেব থেকে শুরু করে মিমি, শুভশ্রীর বাড়িতে রয়েছে পোষ্য। পোষ্যকে তবে বাড়িতে আনার কারণ শুধু এককীত্ব কাটানো হওয়া উচিত নয়। পোষ্যকে পরিবারের একজন সদস্য করেনিন।

/ Updated: Oct 23 2021, 02:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার জেরে অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। বাড়িতে বসে কাজের চাপে অনেকেই হাপিয়ে উঠেছেন। একাকীত্ব বা নিঃসঙ্গতা এমন একটি সমস্যা যা শারীর এবং মন দুইয়ের ওপরেই প্রভাব ফেলে। যা এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং লিংকন বিশ্ববিদ্যালয়ের একটি তথ্য বলছে এই সমস্যা থেকে মুক্তি পেতে বড় ভূমিকা রয়েছে পোষ্যর। যাদের বাড়িতে পোষ্য রয়েছে তারাও এই কথা স্বীকার করেছেন বারবার। একটি পোষ্য মানুষকে অনেক বেশি সঙ্গ দেয়। এই সব সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে একটি পোষ্য। একটি পোষ্য দূর করতে পারে একাকিত্ব। কুকুর, বেড়াল বা পাখি আনতেই পারেন বাড়িতে। এরাই হয়ে উঠতে পারে আপনার প্রিয় সঙ্গী। টলিউডের বহু তারকার বাড়িতেই রয়েছে পোষ্য। দেব থেকে শুরু করে মিমি, শুভশ্রীর বাড়িতে রয়েছে পোষ্য। পোষ্যকে তবে বাড়িতে আনার কারণ শুধু এককীত্ব কাটানো হওয়া উচিত নয়। পোষ্যকে পরিবারের একজন সদস্য করেনিন।