আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বিপজ্জনক অবস্থানে নেই তো, জেনে নিন এর কিছু লক্ষণ

রক্তচাপ (blood pressure) বেড়ে যাওয়াও কোলেস্টেরলের (Cholesterol) বৃদ্ধির লক্ষণ। তেমন বুঝলে তাই অবিলম্বে নিজের পরীক্ষা (test) করান। আপনি যদি আপনার চোখের উপর হলুদ ফুসকুড়ি বা ক্রাস্ট বা চোখের পাতায় হলুদ বর্ণের বৃদ্ধি দেখতে পান তবে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। 
 

/ Updated: Mar 22 2022, 12:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজকাল অনেকেই কোলেস্টেরলের সমস্যায় ভোগেন। কখনও সখনও কোলেস্টেরল বেড়েও যেতে পারে। বেশ কিছু লক্ষণ যা জানান দেয় আপানার কোলেস্টেরল বেড়ে গিয়েছে কী না। রক্তচাপ (blood pressure) বেড়ে যাওয়াও কোলেস্টেরলের (Cholesterol) বৃদ্ধির লক্ষণ। তেমন বুঝলে তাই অবিলম্বে নিজের পরীক্ষা (test) করান। আপনি যদি আপনার চোখের উপর হলুদ ফুসকুড়ি বা ক্রাস্ট বা চোখের পাতায় হলুদ বর্ণের বৃদ্ধি দেখতে পান তবে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। যদি আপনার রক্তচাপ স্বাভাবিক থাকে এবং কিছু সময়ের জন্য ক্রমাগত বাড়তে থাকে, তাহলে আপনার সতর্ক হওয়া উচিত। ঘন ঘন পায়ে ব্যথাও কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনার একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। কোলেস্টেরলের কারণে ধমনীতে চর্বি জমে সরু হয়ে যায়। এই কারণে অনেক সময় শ্বাসকষ্টের (breathing problem) সমস্যা হয় এবং বুকে ব্যথাও হয়। কোলেস্টেরলের মাত্রা বাড়লে হাত, পায়ে বা ত্বকের (skin) অন্য কোনো স্থানে কমলা, হলুদ দাগ দেখতে পাওয়া যায়।