সঙ্গীকে ভালোবাসার চুম্বন ডেকে আনতে পারে বড় বিপদ

ভালোবাসার মানুষটিকে ভালোবেসে চুম্বন করে থাকেন কমবেশি সকলেই। তবে এই চুম্বন ডেকে আনতে পারে বিপদ। চুম্বনের কারণে নানান সমস্যা হয়ে থাকে, যা অনেকেরই অজানা। 

/ Updated: May 03 2022, 08:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভালোবাসার মানুষটিকে ভালোবেসে চুম্বন করে থাকেন কমবেশি সকলেই। তবে এই চুম্বন ডেকে আনতে পারে বিপদ। চুম্বনের কারণে নানান সমস্যা হয়ে থাকে, যা অনেকেরই অজানা। চুম্বনের কারণে দাঁতের সমস্যা হয়ে থাকে। চুম্বনের কারণে দাঁত ক্ষয়ে যাওয়ার সমস্যাও দেখা দেয়। চুম্বনের কারণে দাঁতের নানান সমস্যা দেখা যায়। যাj জন্য সারা জীবন ভুগতে হতে পারে। চুম্বনের কারণে একটি সমস্যা নয় একাধিক সমস্যা হতে পারে। ক্যাভিটিস- সাধারণত দাঁতের ক্ষয়ের কারণে গহ্বর সৃষ্টি হয়, যা স্ট্রেপ্টোকক্কাস মিউটানস নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। জিঞ্জিভাইটিস- জিঞ্জিভাইটিস বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এর থেকে ব্রাশ করার সময় রক্তপাত হয়ে থাকে। পেরিওডন্টাল রোগ- পিরিওডন্টাল হল প্রাপ্তবয়স্কদের দাঁতের ক্ষতির সবচেয়ে সাধারণ কারণ। এর থেকে দাঁতের ক্ষয়ের মতো সমস্যা দেখা যায়। তবে দাঁতের যত্ন নিলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।