গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হতে হেপাটাইটিস বি-এর উপসর্গ
অনেক সময়েই দীর্ঘ দিন এই রোগের উপসর্গ ধরা পড়ে না। রোগের লক্ষণ প্রকাশ পেতে ৩০ থেকে ১৮০ দিন সময় লাগে। প্রথমে ঠান্ডায় কাঁপুনি, খিদে না পাওয়া, ক্লান্তি, জ্বরজ্বর ভাব। পরবর্তী স্তরে জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা হয়।
মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল যকৃত। তবে যকৃতের কোনও সমস্যা হলে তা আগে থেকে অধিকাংশ সময়েই বোঝা যায়না। অনেক সময়েই দীর্ঘ দিন এই রোগের উপসর্গ ধরা পড়ে না। অনেক সময় দেরিতে ধরা পড়ার কারণে এই সমস্যা বড় আকার ধারণ করে। মূলত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই এই সমস্যা হয়ে থাকে। হেপাটাইটিস এ, বি, সি এবং ডি এই চার ধরনের হয়। রোগের লক্ষণ প্রকাশ পেতে ৩০ থেকে ১৮০ দিন সময় লাগে। রক্ত পরীক্ষা বা লিভার ফাংশন টেস্টের মাধ্যমে হেপাটাইটিস বি ধরা পড়ে। প্রথমে ঠান্ডায় কাঁপুনি, খিদে না পাওয়া, ক্লান্তি, জ্বরজ্বর ভাব। পরবর্তী স্তরে জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা হয়। গায়ের রং ফ্যাকাশে হওয়ার মতো লক্ষণ দেখা দেয়। হেপাটাইটিস বি-এর উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক চিকিৎসা হলে হেপাটাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব।