কোভিড রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে অক্সিমিটার, কি ভাবে তা সম্ভব, দেখে নিন
- করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে ভারতে
- করোনা আক্রান্ত থেকে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে
- এই করোনা পরিস্থিতি নিজের সঙ্গে অবশ্যই রাখুন অক্সিমিটার
- কি ভাবে ব্যবহার করবেন অক্সিমিটার, দেখে নিন
নেল পলিশ বা নকল নখ থাকলে চলবে না। অক্সিমিটার ব্যবহারের আগে হাত গরম রাখতে হবে। ৫ মিনিট বিশ্রাম নিয়ে তার পরেই ব্যবহার করতে হবে। ব্যবহারের আগে বুকের ওপর হাত কিছুক্ষণ চেপে রাখুন। মিডিল ফিঙ্গার বা মধ্যমায় এই যন্ত্র ব্যবহার করুন। মধ্যমার বদলে তর্জনীতেও ব্যবহার করতে পারেন। অন্তত ১ মিনিট আঙুলে অক্সিমিটারটি রাখুন। একবারে সর্বোচ্চ ফলাফলটি রেকর্ড করুন। ৫ সেকেন্ডের জন্য অপরিবর্তিত ফলাফলটি রেকর্ড করুন। প্রতিদিন অন্তত ৩ বার অক্সিমিটার ব্যবহার করুন। শরীর অসুস্থতা বোধ করলে প্রয়োজনে ৩ বারের বেশিও অক্সিমিটার ব্যবহার করতে পারেন।