এই দুটি পাতার জাদুতে কাটবে ইউরিক অ্যাসিডের সমস্যা, জানুন কীভাবে ব্যবহার করবেন

ইউরিক অ্যাসিড বর্তমানের ব্যস্ত সময় কঠিন সমস্যা। অনেকেই এই রোগে আক্রান্ত হন। হাত-পায়ে ব্যাথা, মূলত হাড়ে বা গাঁটে ব্যাথাই এই রোগের প্রাথমিক লক্ষণ। পরবর্তীকালে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। রক্তের একটি ক্ষতিকারক রাসায়নিক হল ইউরিক অ্যাসিড । পিউরিন জাতীয় খাবার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিনের পরিমাণ বেড়ে গেলে হয় ইউরিক অ্যাসিড ।

/ Updated: May 30 2022, 02:07 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ইউরিক অ্যাসিড বর্তমানের ব্যস্ত সময় কঠিন সমস্যা। অনেকেই এই রোগে আক্রান্ত হন। হাত-পায়ে ব্যাথা, মূলত হাড়ে বা গাঁটে ব্যাথাই এই রোগের প্রাথমিক লক্ষণ। পরবর্তীকালে আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। রক্তের একটি ক্ষতিকারক রাসায়নিক হল ইউরিক অ্যাসিড । পিউরিন জাতীয় খাবার থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয় পিউরিনের পরিমাণ বেড়ে গেলে হয় ইউরিক অ্যাসিড ।সমস্যা সামাধান করবে দুটি পাতা -তেজপাতা আর পানপাতা ব্যবহার করলে সমস্যা অনেকটাই কমে যায়। তেজপাতা- ভিটামিন সি, এ আর ফলিক অ্যাসিড রয়েছে ১০-২০ তেজপাতা গরম জলে ভিজিয়ে রেখে তা ঠান্ডা করে নিয়মিত পান করতে পারেন। পানপাতা- পানপাতা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। মশলা বা সুপারি ছাড়াই পান পাতা চিবিয়ে খান। তাতে সমস্যা অনেকটাই কমবে বলে দাবি গবেষকদের। বিশেষজ্ঞদের নির্দেশ মেনে নিয়মিত ডায়েট করলেও এই সমস্যা কমে যায়। তবে এই সমস্যার পুরোপুরি কোনও সমাধান নেই।