Asianet News BanglaAsianet News Bangla

চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির, হাওড়া ময়দান শুভেন্দুর হোর্ডিং ঘিরে রাজনৈতিক জল্পনা

Nov 20, 2020, 6:18 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

একের পর এক রাজনৈতিক ইঙ্গিত, এখন একরকম খবরের শীর্ষে রয়েছেন শুভেন্দু অধিকারী। এবার আবারও উঠেএল তাঁর নাম। খোদ হাওড়া শহরে এবার দেখা গেল তাঁর হোর্ডিং। হাওড়া পৌর নিগমের মূল প্রবেশ দ্বারের সামনে লাগানো হয়েছে হোর্ডিংটি। শুক্রবার সকালে স্থানীয় মানুষদের চোখে পড়ে হোর্ডিংটি। সেখানে তাঁর অনুগামীরা সরাসরি রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সমর্থন করে পাশে থাকার কথা জানিয়েছেন। সেই সঙ্গেই সেখানে লেখা আছে চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির। এছাড়াও শুভেন্দু অধিকারীকে দক্ষ প্রশাসক এবং দক্ষ সংগঠক হিসেবেও বর্ণনা করা হয়েছে ওই হোর্ডিংয়ে। সব মিলিয়ে তাঁর এই হোর্ডিং ঘিরে শুরু হয়েছে নানান রাজনৈতিক জল্পনা। 
 

Video Top Stories