North Sonarpur Book Fair 2024উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন

শুরু হল উত্তর সোনারপুর বইমেলা ৷ ছোটদের বইমুখী করতেই এই উদ্যোগ খেয়াদহ ১ ও খেয়াদহ ২ ও কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের৷ বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলে মানুষের উপচে পড়া ভিড়।

/ Updated: Dec 25 2024, 12:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুরু হল উত্তর সোনারপুর বইমেলা ৷ ছোটদের বইমুখী করতেই এই উদ্যোগ খেয়াদহ ১ ও খেয়াদহ ২ ও কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের৷ বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলে মানুষের উপচে পড়া ভিড়। বইমেলায় স্থান পেয়েছে এই অঞ্চলের মানুষের ভৌগলিক পরিবেশ, এখানকার ভূ-প্রকৄতি, মানুষের জীবিকা ও তাদের সংস্কৄতি। ছোট থে বড় সবাইকে বইমুখী করতেই এই উদ্যোগ। আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা।