রণক্ষেত্র হাওড়া স্টেশন, যাত্রীদের সঙ্গে ধস্তাধস্তি রেল পুলিশের

  • শনিবার রণক্ষেত্রে পরিণত হল হাওড়া স্টেশন
  • একের পর এক স্টেশনে একই ছবি দেখা যাচ্ছে
  • হাতাহাতির পাশাপাশি চললো সেখানে ধস্তাধস্তিও 
  • এক নজরে দেখে নিন সেই ভিডিও
/ Updated: Oct 31 2020, 10:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রেল কর্মীদের জন্য নির্দিষ্ট বিশেষ ট্রেনে উঠতে না দেওয়া রণক্ষেত্রে পরিণত হল হাওড়া স্টেশন। শনিবার হওড়া স্টেশনের ছবিটা ছিল এমনই। অতিমারির কারণে লোকাল ট্রেন চলছে না বাংলায়। হাওড়া থেকে রোজ প্রতিটি লোকাল রুটে একটি করে ট্রেন চলে তাও সেটা রেলকর্মীদের জন্য। অভিযোগ, সাধারণ বহু মানুষও এই ট্রেনে যাতায়াত করছেন। শনিবার হাওড়া স্টেশনে এইসব যাত্রীদেরই ভিড় আটকায় রেল পুলিশ। এই নিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে জিআরপি-র বচসা বাধে। বচসা থেকে পরিস্থিতি হাতাহাতি ও পরে ধস্তাধস্তিতে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জিআরপি লাঠিচার্জও করে। প্রতিদিন বহু সংখ্যক নিত্যযাত্রী এই পথে যাতায়াত করেন। যাদের প্রতিদন অসুবিধার সম্মুখিন হতে হচ্ছে। এছাড়াও তারা জানিয়েছেন লোকাল না চলার কারণে রোজ এক্সপ্রেস ট্রেনে চড়তে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে তাদের। প্রসঙ্গত, এই রাজ্যে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়ার জন্য রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে দুবার চিঠি পাঠিয়েছেন পূর্ব রেল কর্তারা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, দুটি চিঠির কোন উত্তর রাজ্য সরকারের পক্ষ থেকে তারা এখনও পাননি। লোকাল ট্রেন চালানোর জন্য তারা সব রকম ভাবে প্রস্তুত রয়েছেন। রাজ্য সরকারের অনুমতি পেলেই লোকাল ট্রেন পরিষেবা চালু করবেন তারা।