অল্প বৃষ্টিতেই হাঁটুজল, পুর পরিষেবা নিয়ে ক্ষোভ শহরবাসীর

  • নিম্নচাপের জেরে দুর্যোগের ঘনঘটা
  • মাঝে মাঝে হাল্কা বৃষ্টি হচ্ছে হাওড়ায়ও
  • জল জমেছে শহরের বিস্তীর্ণ এলাকায়
  • চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা
     

/ Updated: Aug 27 2020, 08:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অল্প হোক কিংবা বেশি, বৃষ্টি হলে আর রক্ষা নেই। কোথাও হাঁটু পর্যন্ত তো, কোথাও আবার কোমর সমান, জল জমেছে হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। দুর্ভোগ চরমে স্থানীয় বাসিন্দাদের।

সাগরে ঘনীভূত নিম্নচাপ। গত কয়েক দিন ধরে তুমুল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিপদের আশঙ্কা বাড়ছে ক্রমশই। হাওড়ার পরিস্থিতিতে অবশ্য ততটা খারাপ নয়। মাঝে-মধ্যে হাল্কা বৃষ্টি হচ্ছে জেলার সর্বত্রই। আর তাতেই জলের তলায় চলে গিয়েছে রামচরন শেঠ রোড,পঞ্চনন তলা রোডের মতো হাওড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। জল জমেছে টিকিয়াপাড়া, সালকিয়া, এমনকী দাশনগরের বেশ কয়েকটি এলাকায়। কোথাও আবার রাস্তার জমা জলের সঙ্গে মিশছে নর্দমার নোংরা জল! বেহাল নিকাশির কারণে দুর্ভোগ আরও বেড়েছে স্থানীয় বাসিন্দাদের।