হাওড়ায় এবার সবার বাড়িতে আসতে চলেছে নীলু ও পচু, এক নজরে চিনে নিন কে এই নীলু ও পচু
- গান্ধী জয়ন্তী প্রাক্কালে হাওড়ায় অভিনব উদ্যোগ
- এবার থেকে সকল গৃহস্থে থাকবে নীলু ও পচু
- বর্জ্য পদার্থ ফেলতে ব্যবহার করতে হবে দুটি বালতি
- এক নজরে দেখে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা সহ অন্যান্য পুরসভাতে পচনশীল ও অপচনশীল বজ্য পৃথকীকরণের কাজ আগেই শুরু হয়েছিল। এবার সেই উদ্যোগকেই এগিয়ে নিয়ে যেতে ও পরিবেশকে দূষণ মুক্ত করতে হাওড়া পৌরসভার নতুন উদ্যোগ। হাওড়ায় এবার ঘরে ঘরে আসতে চলেছে নীলু ও পচু। এই পাইলট প্রকল্পে বাড়ি, দোকান এবং ফ্ল্যাট-পিছু দেওয়া হবে দুটি বালতি। যাদের নামকরণ করা হয়েছে নীলু ও পচু। হাওড়া পুরসভার ৬৬ টি ওয়ার্ডে দেওয়া হবে এই বালতি। নীলু তে পড়বে প্লাস্টিকজাত দ্রব্য এবং পচুতে অন্যান্য পচনশীল দ্রব্য। সকালবেলা ৮ টা থেকে ১১ টার মধ্যে সবার বাড়ি বাড়ি এসে পৌঁছবে বিশেষ একটি গাড়ি। সেই গাড়িতে থাকা সাফাই কর্মীরাই সংগ্রহ করবে বাড়ির বর্জ্য পদার্থ। বৃহস্পতিবার থেকে এই পরিকল্পনারই সূচনা করা হল হাওড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে। এই প্রকল্পের দ্বারা হাওড়ার বেলগাছিয়া ভাগারের উপরে চাপ কমানো সম্ভব বলেই ধারণা পুরসভা কর্তৃপক্ষের।