Basanti News: আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত প্রাপকরাই! TMC-র বিরুদ্ধে কাটমানির অভিযোগ BJP-র | Canning
South 24 Parganas News: ক্যানিং-এর (Canning) বাসন্তীতে (Basanti) আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ। গ্রাম পঞ্চায়েতে সামনে তীব্র বিক্ষোভ বিজেপি (BJP) কর্মীদের। অভিযোগ যাদের কাঁচা বাড়ি তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের পাকা ঘর রয়েছে তারাই পাচ্ছে ঘর। শাসক দলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললো বিজেপি।