বন্ধ এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলা হাট, এক নজরে দেখেনিন কি পদক্ষেপ নিতে চলেছেন সেখানকার ব্যবসায়ীরা

  • দীর্ঘদিন ধরে বন্ধ হাওড়ার মঙ্গলা হাট
  • করোনার কারণেই বন্ধ করা হয়েছিল এই হাট
  • এখন সেই হাট খোলার দাবি জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা
  • এক নজরে দেখেনিন সেই ভিডিও
/ Updated: Sep 09 2020, 12:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দীর্ঘ দন ধরে বন্ধ এশিয়ার অন্যতম বৃহৎ মঙ্গলা হাট। করোনা সংক্রমণ রুখতেই বন্ধ করা হয়েছিল এই হাট। হাওড়ায় অবস্থিত এই হাটে প্রায় কয়েক হাজার দোকান আছে। শুধু তাই নয় মঙ্গলা হাট চত্বরে রয়েছে মোট ১৩ টি হাট। আর সেখানকারই সব দোকান এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। যার ফলে ব্যবসায় বড়সড় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছন সেখানকার ব্যবসায়ীরা। শুধু তাই নয় রোজগারও একেবারেই প্রায় বন্ধ, ফলে আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানকার ব্যবসায়ীরা। প্রতি বছরই পুজোর আগে সব থেকে বেশি বিক্রী হয় অথচ এবছর পুজোর আর মাত্র কটা দিন বাকি থাকলেও হাট এখনও বন্ধ। তাই এই হাট খোলার দাবিতেই পরিবেশবিদ সুভাষ দত্তের নেতৃত্বে সেখানকার ব্যবসায়ীরা হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যের কাছেও তাঁরা আবেদন জানিয়েছেন। করোনা বিধি মেনেই তাঁরা হাট খুলতে চান বলে জানিয়েছেন। তবে সেক্ষেত্রে ক্রেতাদের ঢোকার মুখে এন্ট্রি পয়েন্ট বানাতে হবে। থার্মাল চেকিং এর পাশাপাশি ক্রেতাদের স্যানিটাইজ করার মতো বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইউনিয়নের কর্মীদের এবং ব্যবসায়ীদের পূর্ণ সহযোগিতা করতে হবে। তবে এই সব বিধি নিষেধ মেনে কবে হাট খোলা সম্ভব হবে তা এখনও কারোর জানা নেই।