রাত নামলেই আতঙ্ক ছড়াচ্ছে হাওড়া জেলা হাসপাতালে

  • রাত নামলেই আতঙ্ক হাওড়া জেলা হাসপাতালে
  • চুরি হয়ে যাচ্ছে রোগীর আত্মীয়দের সব জিনিসপত্র 
  • তাই নিয়েই আতঙ্কিত রোগীর পরিবার পরিজনেরা
  • ঘটনার তদন্তে নেমেছে লোকাল পুলিশ
/ Updated: Sep 16 2020, 11:28 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত নামলেই আতঙ্ক ছড়াচ্ছে হাওড়া জেলা হাসপাতালে। রাত বাড়লেই চোরেদের আনাগোনা সেখানে। সেই কারণেই সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের। অভিযোগ, রাতে যখন বিশ্রামের জায়গায় তারা ঘুমিয়ে পড়ছেন তখন চোরেরা এসে তাদের সর্বস্ব চুরি করে পালাচ্ছে। এই ঘটনায় হাওড়া থানার পক্ষ থেকে তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত কয়েক দিনে হাওড়া জেলা হাসপাতালে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। ডোমজুড়ের বাসিন্দা অমিত সাউ স্ত্রীর জন্য হাসপাতালে রাতে হাসপাতালেই ছিলেন। গভীর রাতে হাসপাতালে ঘুমিয়ে পড়লে চোরেরা তার পকেট থেকে মানিব্যাগ চুরি করে পালায়। ওই ব্যাগে প্রায় এক হাজার টাকা ও সেই সঙ্গে এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসও ছিল বলে তিনি জানিয়েছেন। এই ঘটনায় তিনি হাওড়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। হাওড়া থানার পুলিশ হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হাসপাতালে সুপার জানিয়েছেন চুরি রুখতে হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে রোগীর আত্মীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে তারা চুরির তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই।