১২ বছরেই ডেটা সায়েন্টিস্ট, নজির গড়ল হায়দরাবাদের খুদে
বয়স মাত্র ১২, আর এই অল্প বয়সেই এক বিরল ন্য নজির গড়ে ফেলল ক্লাস সেভেনের ছাত্র সিদ্ধার্থ শ্রীবাস্তব। হায়দরাবাদের এক সফটওয়ার সংস্থা সিদ্ধার্থ তাদের ডেটা সায়েন্টিস্ট পদের জন্য নির্বাচিত করেছে। সপ্তাহের ৩দিন এখন স্কুলে যায় এই কিশোর, বাকি ৩দিন আইটি সংস্থার হয়ে ডেটা সায়েন্টিস্টের কাজ করে সে।
বয়স মাত্র ১২, আর এই অল্প বয়সেই এক বিরল ন্য নজির গড়ে ফেলল ক্লাস সেভেনের ছাত্র সিদ্ধার্থ শ্রীবাস্তব। হায়দরাবাদের এক সফটওয়ার সংস্থা সিদ্ধার্থ তাদের ডেটা সায়েন্টিস্ট পদের জন্য নির্বাচিত করেছে। সপ্তাহের ৩দিন এখন স্কুলে যায় এই কিশোর, বাকি ৩দিন আইটি সংস্থার হয়ে ডেটা সায়েন্টিস্টের কাজ করে সে।
হায়দরাবাদের মনিকোণ্ডোর বাসিন্দা সিদ্ধার্থের ছোটবেলা থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে আগ্রহ ছিল। তার বাবা , মায়ও সফটওয়ার ইঞ্জিনিয়ার, তাই ছোট থেকেই ল্যাপটপের সামনে বসে পড়ত সিদ্ধার্থও। আর এভাবেই কোডিং, জাভা নিয়ে আগ্রহ তৈরি হয়। এরপর চাকরির জন্য বিভিন্ন আইটি সংস্থায় আবেদন করে এই খুদে ছাত্রটি। সফল হয়। বর্তমানে সিদ্ধার্থের মাইনে ২৫ হাজার টাকা। ইতিমধ্যে তেলেঙ্গানা সরকার তার কৃতীত্বের জন্য সম্মানিত করেছে এই খুদে ডেটা সায়েন্টিস্টকে।