Asianet News BanglaAsianet News Bangla

পাতিয়ালায় ৫৫০ ফুটের কেক, আপনিও চাক্ষুস করুন

Nov 15, 2019, 3:08 PM IST

দেশজুড়ে পালিত হচ্ছে শিখদের ধর্মগুরু গুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী। আর তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে  ৫৫০ ফুটের এক বিশাল লম্বা কেক তৈরি করা হল পঞ্জাবের পাতিয়ালায়।  প্রায় ১২ ঘণ্টা ধরে ১৫ জন মিলে তৈরি করেন এই লম্বা কেকটি। কেকটিকে নিয়ে পাতিয়ালা জুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। এটিকে দেখতে শহরের নানা প্রান্ত থেকে এসেছিলেন উৎসাহী মানুষজন। 

Video Top Stories