হাতিদের জন্য সৌধ, দৃষ্টান্ত স্থাপন করল কৃষ্ণের লীলাক্ষেত্র

বেগম মুমতাজের স্মরণে তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। যা প্রেমের ফলক হিসাবে বিশ্বে চিহ্নিত হয়ে রয়েছে। প্রতিবছর এই স্মৃতিসৌধ দেখতে  পৃথিবীর নানা প্রান্ত থেকে  উত্তরপ্রদেশের আগ্রায় আসেন হাজার হাজার মানুষ। এবার উত্তরপ্রদেশের মথুরাতেও তৈরি হল স্মৃতিসৌধ। না এটি কোনও প্রেমের স্মৃতিসৌধ নয়, হাতিদের স্মৃতিতে তৈরি হয়েছে সৌধ। দেশে এই প্রথম মথুরাতেই হাতিদের জন্য নির্মাণ করা হল স্মৃতিসৌধ। মানুষরে আক্রমণে প্রতিবছর এদেশএ মারা যায় প্রচুর হাতি। তাদের স্মৃতিতেই এমন উদ্যোগ নিয়েছে মথুরার একটি বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। পাশাপাশি বুড়ো হয়ে যাওয়া হাতিদেরও এই সংরক্ষণ ক্ষেত্রে প্রতিপালন করা হয়। 

/ Updated: Nov 11 2019, 03:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বেগম মুমতাজের স্মরণে তাজমহল বানিয়েছিলেন শাহজাহান। যা প্রেমের ফলক হিসাবে বিশ্বে চিহ্নিত হয়ে রয়েছে। প্রতিবছর এই স্মৃতিসৌধ দেখতে  পৃথিবীর নানা প্রান্ত থেকে  উত্তরপ্রদেশের আগ্রায় আসেন হাজার হাজার মানুষ। এবার উত্তরপ্রদেশের মথুরাতেও তৈরি হল স্মৃতিসৌধ। না এটি কোনও প্রেমের স্মৃতিসৌধ নয়, হাতিদের স্মৃতিতে তৈরি হয়েছে সৌধ। দেশে এই প্রথম মথুরাতেই হাতিদের জন্য নির্মাণ করা হল স্মৃতিসৌধ। মানুষরে আক্রমণে প্রতিবছর এদেশএ মারা যায় প্রচুর হাতি। তাদের স্মৃতিতেই এমন উদ্যোগ নিয়েছে মথুরার একটি বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। পাশাপাশি বুড়ো হয়ে যাওয়া হাতিদেরও এই সংরক্ষণ ক্ষেত্রে প্রতিপালন করা হয়।