লাদাখ নিয়ে চিন উপযুক্ত জবাব দেওয়ার দাবি, মোদীর সরকারি বিবৃতি দাবি অধীরের
- লাদাখ ইস্যুতে রীতিমতো আক্রমণাত্মক অধীর চৌধুরী
- শহিদদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন
- তবে, লাদাখ ইস্যতে কেন্দ্রীয় সরকারের অবস্থানের সমালোচনা করেছেন
- অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ দেওয়া উচিত বলেছেন তিনি
গালওয়ান ভ্যালিতে চিনা ফৌজের হামলা নিয়ে সরব হলেন অধীররঞ্জন চৌধুরী। লোকসভার বিরোধী দলনেতা চিনকে উপযুক্ত জবাব দেওয়ার দাবি তুলেছেন। দেশের অখণ্ডতা এবং নিরপাত্তার স্বার্থে যেভাবে ২০ জন বীর সেনানি নিজেদের প্রাণ বিল দিয়েছেন তাতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অধীর। সেই সঙ্গে শহিদ পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন। অধীরের দাবি করেছেন যে, 'চিন নিয়ে অবস্থান স্পষ্ট করুন প্রধানমন্ত্রী'। অধীরের অভিযোগ, গালওয়ান নিয়ে পরিস্কার ছবি নেই 'প্রধানমন্ত্রীর বক্তব্য সমর্থনযোগ্য নয়'। অধীরের আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর বক্তব্যে সুবিধা হয়েছে চিনের। ইতিমধ্যে চিন এই বক্তব্য নিয়ে কূটনীতি শুরু করেছে, এমনই দাবি করেছেন অধীর চৌধুরী।