RIP CDS Bipin Rawat: চপার দুর্ঘটনায় সস্ত্রীক প্রয়াত বিপিন রাওয়াত

বুধবার, তামিলনাড়ুর কুনুরে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। কপ্টারে ছিলেন সত্রীক ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে বুধবার বায়ুসেনার এমআই সিরিজের হেলিকপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারে মোট ১৪ জন ছিলেন বলে জানা গিয়েছে।

/ Updated: Dec 08 2021, 07:35 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বুধবার, তামিলনাড়ুর কুনুরে ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়ে ভারতীয় সেনার একটি হেলিকপ্টার। কপ্টারে ছিলেন সত্রীক ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে বুধবার বায়ুসেনার এমআই সিরিজের হেলিকপ্টারটি ভেঙে পড়ে। কপ্টারে মোট ১৪ জন ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় প্রয়াত সস্ত্রীক বিপিন রাওয়াত। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেনা সর্বাধিনায়ককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে সেকথা। ওয়েলিংটন ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানের অংশ গ্রহণ করতে যাচ্ছিলেন তাঁরা। সেখানে লেকচার দেওয়ার কথা ছিল জেনারেল রাওয়াতের। যাওয়ার পথে আচমকাই কুন্নুরের গভীর জঙ্গলে ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। ইতিমধ্যেই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।