ডিজিটাল দুনিয়ায় নয়া দিশা দেখাচ্ছে এশিয়ানেট নিউজ

করোনাভাইরাসে এখন একমাত্র ভরসা ডিজিটাল নিউজ। বাংলা ডিজিটাল নিউজ মাধ্যম ক্রমশই আয়তনে বাড়ছে। ডিজিটাল মাধ্যমে খবরের আপডেট এখন হাতের মুঠোয়। এশিয়ানেট নিউজ বাংলার ডিজিটাল খবরের আপডেটও পেয়ে যান। 

/ Updated: Sep 15 2020, 03:10 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এই খবরের আপডেট পেতে আপনার কাছে শুধু থাকতে হবে একটা স্মার্টফোন বা ডেক্স-টপ কমপিউটার এমনকী ল্যাপটপ হলেও চলবে। আপনাকে আপনার মোবাইলে ইন্টারনেট ব্রাউজারটা অন করতে হবে। অনেকে তাদের মোবাইলে গুগল ব্রাউজার ব্যবহার করেন, কেউ আবার স্যামসাঙ ব্রাউজার।  শুধু খেয়াল রাখবেন, যে ইন্টারনেট ব্রাউজারই আপনি খুলুন না কেন তাতে www.bangla.asianetnews.in টাইপ করতে হবে। এরপর এন্টার বা গো কি টিপে দিন। ব্যাস আপনার সামনে হাজির হয়ে যাবে মুহূর্তে মুহূর্তে সমস্ত খবরের আপডেট। ব্রেকিং নিউজ থেকে শুরু করে করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় খবর, লক-ডাউনের হালহকিকত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদীদের বিবৃতি- লক-ডাউন থেকে করোনাভাইরাস মোকাবিলায় কে কী বলছেন? সমস্ত কিছু-ই পেয়ে যাবেন এশিয়ানেট নিউজ বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে। একইভাবে আপনি আপনার ল্যাপটপ এবং কমপিউটার-কে ইন্টারনেট-এর সংযোগে রাখুন।  এরপর গুগুল বা অন্য কোনও ইন্টারনেট ব্রাউজারে www.bangla.asianetnews.in টাইপ করুন। এন্টার বাটনে আঙুল ছোঁয়ান ব্যাস পেয়ে যাবেন এশিয়ানেট নিউজ বাংলা।