Exclusive Interview : দেশীয় প্রযুক্তিতে তৈরি আইনএস বিক্রান্ত কতটা শক্তিশালী, জানালেন মধু এস নায়ার

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি আই এন এস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে ২ সেপ্টেম্বর। তার আগে আই এন এস ভিক্রান্তের নির্মাণ ও প্রযুক্তি নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মধু এস নায়ার, যিনি কোচি শিপইয়ার্ডের সিএমডি। 

/ Updated: Aug 28 2022, 04:43 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্তকে নৌসেনার হাতে তুলে দেবেন। যুদ্ধ বিমান বহনে সক্ষম এই যুদ্ধ জাহাজ তৈরি হয়েছে কোচি শিপয়ার্ডে। দেশীয় প্রযুক্তিতে এই প্রথম এত শক্তিশালী কোনও যুদ্ধ জাহাজ নির্মাণ করল ভারত। এই যুদ্ধ জাহাজ নির্মাণ কীভাবে সম্ভব হল তা নিয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কোচি শিপ ইয়ার্ডের সিএমডি মধু এস নায়ার। আইএনএস বিক্রান্ত ৮০ হাজার টন ওজনের। এই যুদ্ধজাহাজটির প্রথম পরিকল্পনা করা হয়েছিল ১৯৮৯ সালে। কিন্তু তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় আর্থিক সংস্থান করে উঠতে পারেননি।বিভিন্ন কারণে আটকে ছিল প্রকল্পটি। প্রায় ১০ বছর পরে প্রকল্পের কাজ নতুন করে পরিকল্পনা হয়েছিল। ২০০৯ সালে প্রকল্পের কাজে গতি আসে। সেই সময় পরিকল্পনা করা হয়েছিল ২০১১ সালে এটি ডক থেকে চালু করা হবে। তবে ২০১৩ সালে এই প্রকল্পের কাজ চালু হয়। ইন্ডিয়ান নেভির নোভাল ডাইরেক্টর অব নোভাল ডিজাইনার এই জাহাজের ডিজাইন করেছে। কোচির শিপ ইয়ার্ড লিমি়টেড যুদ্ধ জাহাজটি তৈরি করেছে। নৌবাহিনী সূত্রের খবর আইএসি হল সবথেকে জটিল যুদ্ধজাহাজ যেটি দেশীয় নকসা আর দেশীয় প্রক্রিয়ায় তৈরি হয়েছে।