Ayodhya Ram Temple : কতদূর এগোল রাম মন্দির নির্মাণের কাজ? অযোধ্যায় রাম মন্দিরে এশিয়ানেট নিউজ

কতদূর এগোল রাম মন্দির নির্মাণের কাজ? অযোধ্যায় রাম মন্দিরে এশিয়ানেট নিউজ। শুরু হয়ে গিয়েছে গর্ভগৃহ নির্মাণের কাজ। কারুকাজ করা হচ্ছে বংশীপাহাড়পুর পাথরে। রাজস্থান থেকে আনা হয়েছে বংশীপাহাড়পুর পাথর। ইতিমধ্যে ২১ ফিটের মতো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মধ্যে শেষ হবে গর্ভগৃহ নির্মাণ। তারপরই হবে রামলালার প্রতিষ্ঠা, দর্শণের সুযোগা মিলবে। 

/ Updated: Oct 25 2022, 11:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কতদূর এগোল রাম মন্দির নির্মাণের কাজ? অযোধ্যায় রাম মন্দিরে এশিয়ানেট নিউজ। শুরু হয়ে গিয়েছে গর্ভগৃহ নির্মাণের কাজ। কারুকাজ করা হচ্ছে বংশীপাহাড়পুর পাথরে। রাজস্থান থেকে আনা হয়েছে বংশীপাহাড়পুর পাথর। ইতিমধ্যে ২১ ফিটের মতো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর মধ্যে শেষ হবে গর্ভগৃহ নির্মাণ। তারপরই হবে রামলালার প্রতিষ্ঠা, দর্শণের সুযোগা মিলবে।