আকবরের সমাধি ক্ষেত্র থেকে উচ্ছেদ করা হল বাসিন্দাদের, এবার থাকতে হবে পশুরাজের সঙ্গে

আগ্রার  অন্যতম দর্শনীয় স্থান হল আকবরের সমাধি। আর এখানে আসলেই এতদিন পর্যটকরা দেখতে পেতেন ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণসার হরিণের দল। কিন্তু দুঃসংবাদ, এবার থেকে আর এই ঐতিহাসিক স্থানে এলে দেখা মিলবে না এই হরিণ পালের। বন দফতর জানাচ্ছে এই অঞ্চল হরিণদের বসবাস ও প্রজননের জন্য একেবারেই  সঠিক নয়।

/ Updated: Nov 01 2019, 04:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আগ্রার  অন্যতম দর্শনীয় স্থান হল আকবরের সমাধি। আর এখানে আসলেই এতদিন পর্যটকরা দেখতে পেতেন ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণসার হরিণের দল। কিন্তু দুঃসংবাদ, এবার থেকে আর এই ঐতিহাসিক স্থানে এলে দেখা মিলবে না এই হরিণ পালের। বন দফতর জানাচ্ছে এই অঞ্চল হরিণদের বসবাস ও প্রজননের জন্য একেবারেই  সঠিক নয়। সেই কারণে  প্রায় ৮০টি কৃষ্ণসার হরিণকে স্থানান্তর করা হচ্ছে এতওয়ার লায়ন সাফারি পার্কে। গত কয়েকবছর ধরেই এই অঞ্চলে ক্রমেই কমছিল কৃষ্ণসার হরিণের সংখ্যা। সেই কারণেই তাদের বসবাসের জন্য উপযুক্ত জায়গার খোঁজ চলছিল।