Asianet News BanglaAsianet News Bangla

মাদুরাই মেতে ভয়ঙ্কর জালিকাট্টু উৎসবে, আপনিও দেখুন সেই ভিডিও

Jan 17, 2020, 3:00 PM IST

মাদুরাইতে কালিকাট্টু উৎসবের প্রথম দিনেই এই ভয়ঙ্কর খেলা খেলতে গিয়ে আহত হয়েছেন কমপক্ষে ৪৯ জন। তবে তাতে থেমে থাকেনি খেলা। শুক্রবার আলাংলানুর গ্রামে বসেছিল এই খেলার আসর। যাতে অংশ নিল ৭০০ বেশি ষাঁড়। জালিকাট্টু উৎসবে ষাঁড়েদের গাঁদা ফুলের মালা পরিয়ে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয়। উৎসবে অংশগ্রহণকারীরা ষাঁদের শিং ধরে আটকানোর চেষ্টা করেন। যারা সফল হন, তাঁরা দামি উপহার পান। ২০১৪ সালে জালিকাট্টুর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। যদিও ২০১৭ সালের জানুয়ারিতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

Video Top Stories