চন্দ্রযান ২ থেকে শ্রীকৃষ্ণ, ক্রিসমাসের কেক উৎসবে সবাই হাজির সাইবার সিটিতে


ক্রিসমাসের আগে বেঙ্গালুরু শহর মাতল অভিনব কেক উৎসবে। সেন্ট জোসেফ ইন্ডিয়ান হাইস্কুলের প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল এই কেক উৎসবের। ইনস্টিটিউট অফ বেকিং অ্যান্ড কেক আর্ট-এর পড়ুয়ারা তৈরি করেছিলেন হরেক রকম কেক। যেখানে মস্কোর বিখ্যাত বাসিল ক্যাথিড্রাল থেকে ইসরোর চন্দ্রযান-২, কেরলের বিখ্যাত কথাকলি নৃত্যু থেকে ভারতীয় অলঙ্কর সবকিছুর আদলেই তৈরি হয়েছিল কেক। প্রায় ২৩ রকমের অভিনব কেক দর্শকদের মন জয় করে নেয়। ৮ থেকে ৮০ সকলেই হাজির হয়েছিলেন কেক উৎসবে অংশ নেতে। মনোহরা এই কেকগুলি সকলেরই মন জয় করে নেয়। 

/ Updated: Dec 23 2019, 12:34 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


ক্রিসমাসের আগে বেঙ্গালুরু শহর মাতল অভিনব কেক উৎসবে। সেন্ট জোসেফ ইন্ডিয়ান হাইস্কুলের প্রাঙ্গনে আয়োজন করা হয়েছিল এই কেক উৎসবের। ইনস্টিটিউট অফ বেকিং অ্যান্ড কেক আর্ট-এর পড়ুয়ারা তৈরি করেছিলেন হরেক রকম কেক। যেখানে মস্কোর বিখ্যাত বাসিল ক্যাথিড্রাল থেকে ইসরোর চন্দ্রযান-২, কেরলের বিখ্যাত কথাকলি নৃত্যু থেকে ভারতীয় অলঙ্কর সবকিছুর আদলেই তৈরি হয়েছিল কেক। প্রায় ২৩ রকমের অভিনব কেক দর্শকদের মন জয় করে নেয়। ৮ থেকে ৮০ সকলেই হাজির হয়েছিলেন কেক উৎসবে অংশ নেতে। মনোহরা এই কেকগুলি সকলেরই মন জয় করে নেয়।